Monday, December 15

Tag: ভালোবাসা দিবসে ৬৬১ বিয়ে

ভালোবাসা দিবসে ৬৬১ বিয়ে

ভালোবাসা দিবসে ৬৬১ বিয়ে

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
মেক্সিকোতে স্থানীয় সময় গতকাল সোমবার জড়ো হয়েছিলেন ৬৬১ জুটি। ভালোবাসা দিবস উপলক্ষে সেখানে আয়োজন করা হয় গণবিয়ে। সেখানেই গাঁটছড়া বাঁধেন তাঁরা। ছিলেন ৭৪ বছর বয়সী ফ্রান্সেসকো কালভো ও ৬৮ বছরের রোসালিভা সিলভাও। সবার চোখে ছিল জল। তবে তা আনন্দের। মাস্ক পরা মুখেও হাসির ছাপ ছিল। বার্তা সংস্থা এএফপির খবর বলছে, মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির শহরতলিতে এ গণবিয়ের আয়োজন করা হয়। সেখানে স্বামীর পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে সদ্য বিবাহিত রোসালিভা সিলভা বলেন, ‘আমি ভাবতেও পারিনি আবার সুযোগ আসবে। কিন্তু আবার ভালোবাসা এসেছে।’ তবে জোনাথন গার্সিয়া নামের ৪০ বছর বয়সী এক ব্যক্তির জন্য গণবিয়ের বিষয়টি পারিবারিক প্রথার মতো। তিনি এএফপিকে বলেন, ‘এর আগে এভাবেই আমার দুই বোনের বিয়ে হয়েছে। আমরা দেখলাম, এভাবে বিয়ে করেই অনেক সুখী ছিল তারা। এরপরই আমরা ভাবলাম, ঐতিহ্য হিসেবে গণবিয়ে চালিয়ে যাওয়া যায়।’ মেক্সিকোর সিউদাত নেজাহু...