মেলা থেকে বই নিয়েই ফিরছেন দর্শনার্থীরা
এখন মেলা সরগরম। দর্শনার্থীদের ভিড় প্রচুর। বিকিকিনিও হচ্ছে বেশ। মেলায় আগত দর্শনার্থীরা বই নিয়েই গ্রন্থমেলা ত্যাগ করছেন। হাতে হাতে বইয়ের ব্যাগ এ এক পড়–য়া জাতির পরিচয় বহন করছে। মাসব্যাপী চলা অমর একুশে গ্রন্থমেলায় বরাবরই শেষার্ধ্বে বইপ্রেমীদের ভিড় বাড়ে। এসময়কে টার্গেট করে প্রকাশকরাও। কারণ শেষ সময়ে যারা মেলায় আসেন তারা যাচাই বাছাই নয়, টার্গেট করা বই কিনতেই মেলায় আসেন।
এবারও তার ব্যতিক্রম হয়নি। গত কয়েকদিন থেকেই গ্রন্থমেলায় ভিড় বেড়েছে। গতকাল ছিল অমর একুশে গ্রন্থমেলার ২৩তম দিন। এদিন বিকাল ৩টায় গ্রন্থমেলার দ্বার খোলার পর দর্শনার্থীদের ঢল নামে। নিরাপত্তা গেইট পেরিয়ে সকলে ছুটে যাচ্ছেন পছন্দের বইয়ের খোঁজে। আর কিনে নিচ্ছেন সেটি। বিকাল গড়িয়ে সন্ধ্যায় মেলা আরো বেশি জমজমাট। লেখক-প্রকাশক ও পাঠকের মিলনমেলায় পরিণত হচ্ছে মেলা প্রাঙ্গণে। জানতে চাইলে ঐতিহ্য প্রকাশনীর কর্ণধার আরি...
