যেসব জায়গায় তাড়াহুড়া নিষিদ্ধ
আল্লাহ বলেন, মানুষকে সৃষ্টি করা হয়েছে ত্বরাপ্রবণ করে। আমি অচিরেই তোমাদের আমার নিদর্শনাবলি দেখাব। সুতরাং তোমরা আমার কাছে ত্বরা চেয়ো না। [ সুরা : আল-আম্বিয়া আয়াত : ৩৭]
আল্লাহ তাআলা মানুষকে ত্বরাপ্রবণ দিয়ে সৃষ্টি করেছেন। মানুষের স্বভাবের মধ্যেই আল্লাহ তাআলা এই গুণাগুণ দিয়েছেন। আল্লাহ বলেন, ‘মানুষকে সৃষ্টি করা হয়েছে ত্বরাপ্রবণ করে। আমি অচিরেই তোমাদের আমার নিদর্শনাবলি দেখাব।
সুতরাং তোমরা আমার কাছে ত্বরা চেয়ো না। ’ (সুরা : আল-আম্বিয়া, আয়াত : ৩৭)। এখানে কোনো কাজে তড়িঘড়ি করার নিন্দা করা হয়েছে। পবিত্র কোরআনের অন্যত্রও একে মানুষের দুর্বলতা হিসেবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ‘মানুষ অতিব তাড়াহুড়াপ্রবণ। ’ (সুরা : ইসরা, আয়াত : ১১)
আলোচ্য আয়াতের উদ্দেশ্য হলো, মানুষের মজ্জায় যেসব দুর্বলতা নিহিত রয়েছে, তন্মধ্যে এক দুর্বলতা হচ্ছে তড়িঘড়ি করার প্রবণতা। (মাআরেফুল...
