শিক্ষকের বিরুদ্ধে নিপীড়নের মিথ্যা অপবাদ: মমেক ছাত্রলীগ নেতাসহ বহিষ্কার ১০
ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) এক শিক্ষকের বিরুদ্ধে নিপীড়নের অপবাদসহ মিথ্যা অভিযোগ দেওয়ায় ১০ জনকে বিভিন্ন মেয়াদে কলেজের একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসানকে তিন বছর, দুজনকে দুই বছর ও সাতজনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।
এ ছাড়া এ ঘটনায় অনিচ্ছাকৃত সম্পৃক্ত থাকায় প্রথম বর্ষের আরও আট শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। এ ছাড়া একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলেজ ক্যাম্পাসে মিছিল, সভা-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
শনিবার বিকালে কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভা শেষে সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জন দেবনাথ।
এদিকে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, একাডেমিক কাউন্সিলের সভা ও...
