সফলতার রহস্য জানালেন হিরো আলম
সমালোচনা পাশ কাটিয়ে আপন গতিতে ছুটে চলেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হিরো আলম। এখন পর্যন্ত তিনি প্রায় দশ ভাষার ৬০টির বেশি গান করেছেন। সম্প্রতি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পাওয়া পুষ্পা গান কাভার করেছেন হিরো আলম। কণ্ঠশিল্পী না হয়েও তিনি কেন গান করেন, তার কারণ জানালেন আশরাফুল আলম।
যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে হিরো আলম বলেন, প্রথমেই বলি আমি কোনো কণ্ঠশিল্পী না। ভালো লাগা থেকে গান করি। সারাবিশ্বে আমার অসংখ্য ভক্ত রয়েছে। তারা তো আর আমার বাংলা ভাষা বুঝবেন না। এজন্য মূলত আমি বিভিন্ন ভাষায় গান করি। এখন পর্যন্ত প্রায় দশ ভাষার ৬০টির বেশি গান কাভার করেছি। আমার গান নিয়ে কে কী বলল, তা আমি পরোয়া করি না।
নতুন ছবি নিয়ে হিরো আলম বলেন, বউ জামাইয়ের লড়াই, নষ্ট হওয়ার কষ্ট ও টোকাই নামে আমার তিনটি ছবি প্রস্তু আছে। সময় ও সুযোগ বুঝে যে কোনো সময় মুক্তি দিব। আমরা কাজের চেয়ে কথা বলি বেশি। দেশের হল মরে যা...
