Tuesday, December 16

মা হতে যাচ্ছেন কোয়েল মল্লিক

কলকাতার এক সময়ের নম্বর ওয়ান নায়িকা কোয়েল মল্লিককে খুব বেছে বেছে কাজ করতে দেখা যায়। পছন্দ মতো গল্প ও চরিত্র পেলেই অভিনয় করে থাকেন এই নায়িকা। ২০১৩ সালে সিনেমার প্রযোজক নিসপাল সিংকে বিয়ে করেন কোয়েল।ব্যক্তিজীবন নিয়ে খুব একটা কথা বলেন না এই নায়িকা। এবার নিজের মা হওয়ার খবরটি সরাসরি জানালেন কোয়েল। ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে ছবি দিয়ে কোয়েল মল্লিক সবাইকে জানিয়ে দিলেন যে তিনি মা হতে চলেছেন৷শনিবার সকালেই ইনস্টাগ্রামে ছবি দিয়ে মা হওয়ার এই সুখবর প্রকাশ্যে আনলেন সাত পাকে বাঁধা খ্যাত নায়িকা। স্বামী নিসপাল সিং রানের সঙ্গে একটি পোস্টকার্ড সাইজের ছবি দিয়েছেন। আর সেই ছবিতেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান দিলেন কোয়েল। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে গিয়েছে।৩৭ বছর বয়সী কোয়েল জানালেন, “আমার মধ্যে এক নতুন জীবনের হৃদস্পন্দন শুনতে পাচ্ছি। আমাদের সন্তানের অপেক্ষায় রয়েছি।” পাশাপাশি কবে সেই অপেক্ষার অবসান ঘটছে, সেখবরও জানিয়েছেন কোয়েল। ওই পোস্টেই লিখেছেন, “এই গ্রীষ্মেই আসতে চলেছে সে।”

Leave a Reply