Friday, April 19

জিম্বাবুয়ে দল এখন ঢাকায়

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকা এসেছে জিম্বাবুয়ে দল। শনিবার বিকাল পাঁচটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সফরকারীদের টেস্ট স্কোয়াডের সদস্যরা। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকায় আসতে পারেননি সাদা পোশাকে দলটির নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস। তাই ক্রেইগ আরভিনের অধিনায়কত্বে খেলবেন রোডেশিওরা। দুই দিনের প্রস্তুতি ম্যাচে ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিসিবি একাদশের বিপক্ষে নিজেদের ঝালাই করবে জিম্বাবুয়ে। ২২ তারিখে সফরের একমাত্র টেস্ট শুরু হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে সিলেটে। মিরপুরে দুটি টি-টোয়িন্টি দিয়ে শেষ হবে জিম্বাবুয়ের সফর।১৫ সদস্যের জিম্বাবুয়ে দল  ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, রেগিস চাকাবা, কেভিন কাসুজা, তিমিসেন মারুমা, প্রিন্স মাসভাউরি, ক্রিস্টোফার এমপফু, ব্রিয়ান মুদজিনগানিয়ামা, কার্ল মুম্বা, তিনোতেন্দা মুতোম্বোজি, আইনসলে এনদোভু, ভিক্টর নায়ুচি, ডোনাল্ড ত্রিপানো ও চার্লটন টিসুমা।বাংলাদেশে জিম্বাবুয়ের সফরের পূর্ণাঙ্গ সূচিতারিখ        ম্যাচ    ভেন্যু১৮ ফেব্রুয়ারি  প্রস্তুতি ম্যাচ    বিকেএসপি২২ ফেব্রুয়ারি   টেস্ট         শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম ঢাকা১ মার্চ    প্রথম ওয়ানডে    সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম৩ মার্চ    দ্বিতীয় ওয়ানডে    সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম৬ মার্চ    তৃতীয় ওয়ানডে    সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম৯ মার্চ    প্রথম টি-টোয়েন্টি    শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম ঢাকা১১ মার্চ    দ্বিতীয় টি-টোয়েন্টি    শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম ঢাকা

Leave a Reply