
নিউজ ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুরঃ
দর্শক শ্রোতাদের জন্য নিয়মিত গান এবং নতুন নতুন নাটক নির্মান করে চলেছে জনপ্রিয় প্রোডাকশন হাউজ স্প্ল্যাশ। এরই ধারাবাহিকতায় আসছে ভালোবাসা দিবসে স্প্ল্যাস প্রোডাকশনের ব্যানার থেকে প্রকাশিত হতে যাচ্ছে যোয়াদ বাউলের কন্ঠে লালন গীতি “আশা পুর্ন হলোনা”। লালন গীতি বরাবরই আমাদের সবার কাছে অত্যন্ত জনপ্রিয়। লালনের গানে মানুষ সব সময় ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থানে রাখার অনুপ্রেরণা পায়।
যোয়াদ বাউলের জন্ম এবং বেড়ে ওঠা দুটোই কুষ্টিয়াতে। ছোটবেলা থেকেই যোয়াদ বাউলের মনোবাসনা ছিল এমন কিছু করার যাতে সে তার দেহ, মন, মানসিকতা,সামাজিকতা সবকিছু নিয়েই নিজেকে গুছিয়ে তুলতে পারে। তার এই মনোভাবই তাকে সংগীত শিল্পী করে তোলে। খুবই অভাবগ্রস্থ পরিবার থেকে বেরিয়ে এসে শিল্পী হয়ে ওঠা খুব একটা সহজ কাজ না হলেও সে তার অদম্য ইচ্ছাশক্তির বলে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন।
সংগীত জীবনে তার হাতেখড়ি হয় কুষ্টিয়ার থিয়েটার থেকে যেখানে মুক্তা ইসলাম নামক একজন সংগীত শিল্পী তাকে সংগীত জগৎ এ আসতে সহযোগিতা করেন। সেখান থেকেই তার পথচলা শুরু, তারপর ধাপে ধাপে অসংখ্য মানুষের সাথে পরিচিতি গড়ে তুলেছেন, কাজ করেছেন অনেক জনপ্রিয় আর্টিস্টদের সাথে।
যোয়াদ বাউলের জীবনে আরেকটি অনুপ্রেরণার নাম হচ্ছে মীর কুশল । যার অনুপ্রেরণা তে আসছে ভালোবাসা দিবসে স্প্ল্যাশ প্রোডাকশনের জন্য নিয়ে আসছে লালনগীতি “আশা পুর্ন হলোনা”।
গানটিতে কিছু নতুনত্ব আনার জন্য দেশীয় বাদ্যযন্ত্রের পাশাপাশি ব্যবহার করা হয়েছে আধুনিক বাদ্যযন্ত্র।শ্রোতারা ফোক টিউন এবং রক টিউনের এক সুন্দর সংমিশ্রণ শুনতে পারবেন এই গানে।
গানটির মিউজিক ডিরেকশন দিয়েছেন মীর কুশল।দোতারাতে ছিলেন মোকতার বাউল, বাশি হেলাল বাউল ,তবলা ফিরোজ ওস্তাদ, গিটার, এরেঞ্জমেন্ট আর সাউন্ডে ছিলেন আরিফ রেজা পাপ্পু।
আগামী ১৪ই ফেব্রুয়ারি গানটি প্রচার করা হবে স্প্ল্যাশ প্রোডাকশন এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে (youtube.com/c/splashcpbd)।
