
নিউজ ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুরঃ
জনপ্রিয় নাট্য নির্মাতা জিএম সৈকত এর আজ শুভ জন্মদিন। নাটক নির্মানের পাশাপাশি অনেকগুলো বিজ্ঞাপন নির্মান নিয়ে ব্যস্ত আছি।
২০০০ সালের শেষের দিকে নাট্য নির্মাতা জিএম সৈকত এর ঢাকায় আসা। দীর্ঘ প্রায় ১০ বছর বিভিন্ন গুনী পরিচালকের সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। তারপর ২০১০ সালে পরিচালনায় আসেন এই পরিচালক।
জনপ্রিয় নাট্য নির্মাতা জিএম সৈকত শতাধিক নাটক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে। ধারাবাহিক ৮ টি এবং ১৯ টি টেলিফিল্ম নির্মান করেছি।
জনপ্রিয় নাট্য নির্মাতা জিএম সৈকত এর উল্লেখযোগ্য নাটক সমূহ হচ্ছে মা, মানুুষ, বাবা, বৃদ্ধাশ্রম, মন যেখানে হৃদয় সেখানে প্রমূখ।
অসহায় শিল্পীদের পাশে দাড়ানো নিয়ে জিএম সৈকত বঅলেন- আসলে সম্পূর্ন অবদান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। যখন কোন জাতীয় মাপের শিল্পীর অসুস্থতার কথা শুনেছি তখনই তাদের আবদেন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর শরনাপন্ন হয়েছি। এবং তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এজন্য আমরা শিল্পী সমাজ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।আমি সারা জীবন অসহায় শিল্পীদের কল্যাণে কাজ করে যেতে চাই।
নাটকের পাশাপাশি মানবতার কল্যাণ ফাউন্ডেশন নিয়ে তিনি বলেন-মানুষের কল্যাণের জন্য গঠন করা হয়েছে মানবতার কল্যাণ ফাউন্ডেশন। অসহায় শিল্পীদের পাশাপাশি বিভিন্ন অসহায় ও অসুস্থ মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছি।
জনপ্রিয় নাট্য নির্মাতা জিএম সৈকত এর শুভ জন্মদিন। এই উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে তিনি জানান- সবসময় চেষ্টা করেছি দর্শক চাহিদা মাথায় রেখে নাটক নির্মান করতে। মানুষের অনেক ভালোবাসা ও পেয়েছি। আজ আমার জন্মদিন, জন্মদিনে সকলের কাছে দোয়া চাই।
