

চ্যানেল অাই এর পর্দা ও ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন রানা বর্তমানের রচনা ও পরিচালনায় প্রবাসির রাঙ্গাবৌ। এ টেলিফিল্মটিতে অভিনয় করেছেন লাক্স সুপারষ্টার নাদিয়া মিম ও চিত্র নায়ক অাবু হুরায়রা তানভীর। বৈদ্য নাথ সাহা, খলনায়ক ডন, হাসিমুন, মুকুল জামিল সহ অনেকে। টেলিফিল্মটি প্রডিউস করেছেন মানুষ ফাউন্ডেশনের প্রতিষ্ঠিত সভাপতি, এনফ্লিক্স এর চেয়ারম্যান জনাব নাসির কাশেম। পরবর্তিতে চ্যানেল অাই সকল সত্ত্ব দেওয়া হয়। পরিচালক বলেন, গল্প ভাবনাটা ছিল নাসির কাশেম ভাইয়ের তবে চিত্রনাট্য , রচনা ও পরিচালনা অামার নিজেরই। নাসির কাশেম বরাবরই মিডিয়ায় ইনভেষ্ট করে যাচ্ছেন। নতুন কিছু প্রজেক্টে অলরেডি ইনভেষ্ট করেছেন। দুটো ওয়েব ফিল্ম সহ কিছু একক নাটক ও টেলিফিল্ম এ। দেশের গরিব অসহায় মানুষের পাশাপাশি সে দেশের মিডিয়া প্রেমিদের নিয়ে বেশ বড় কিছু করার ইচ্ছা বলে প্রকাশ করেন রানা বর্তমান। রানা বর্তমান বলেন এ প্রজেক্টের সব অভিনয় শিল্পীরাই অামার কাছে একটা সুপার স্টার। অামাদের গল্পে কোন একক স্টার না্ই, গল্পই অামাদের ষ্টার। পরিচালক অােরো বলেন যে প্রবাসিরা সম্পূর্ন গল্পটি দেখেলে চোখের জল ফেলতে বাধ্য। অামি সেটা বুকে হাত রেখে বলছি, অামাদের ইউনিটের প্রডাকসন বয়ও অাভিনয় করেছেন কারন অামরা সবাই মানুষ, মানুষ হয়ে মানুষকে মূল্যায়ন যদি নাাই করতে পারি তাহলে কিসের নির্মাতা। অামরা গল্পটি দেখার অনুরোধ করছি এ জন্য যে, ভুলগুলো ধরে অামাকে বকা দিন , যাতে করে অামরা নতুন কিছু করার সময় সচেতন হই। তাই অামাদের সমালোচনা করার জন্য হলেও দয়া করে টেলিফিল্মটি দেখার অনুরোধ করছি। বিদায় বেলায় যাদের কথা না বল্লে নয়, তিনি হলেন রুপেল ভাইয়া,ইবনে হাসান ভাইয়া ও হেলাল চাচ্চুকে ভিতর থেকে ধন্যবাদ সহ সুসাস্থ্য কামনা করছি কারন সম্মানিত প্রডিউসার নাসির কাশেম ভাইয়ের টেলিফিল্মটি তারা খুব সহজেই গ্রহন করে অামাকে অলংকৃত করেছেন। অামার মিডিয়ার ইতিহাসে তারা উজ্জল ফুলকি হয়ে থাকবে অমৃত্যু। পরিশেষে অাবারও দেখার অামন্ত্রন যাানাই প্রিয় দর্শক বন্ধুদের।
