
বসিলায় ছিনতাইকারীর কবলে পথচারী
সোমবার (১৪জুন) রাত পৌনে ১১টার দিকে
মোহাম্মদপুর বসিলা চৌধুুরী মসজিদ কমপ্লেক্স এর সামনে ৪/৫ জন ছিনতাইকারী একপথচারীকে হঠাৎ আক্রমন করে তার কাছ কাছে থাকা মোবাইল, ঘড়ি ও নগদ টাকাসহ মানিব্যাগ নিয়ে গেছে।
রাস্তায় রক্তাক্ত অবস্থা তাকে উদ্ধারকরে বসিলা ওয়েষ্ট ধানমন্ডি সামিয়া মেডিকেল হলে চিকিৎসা দেওয়া হয়।