Saturday, April 27

তীব্র গরমে রাস্তা গলে আটকে যায় গাড়ি

৩ জুলাই, মঙ্গলবার এ ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয় ৫০টিরও বেশি গাড়ি।

বিবিসির খবরে জানানো হয়, এমন অবস্থা দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। অবস্থা বেগতিক দেখে কেয়ার্নস শহরের দক্ষিণ দিকের এই রাস্তাটি কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয় মেয়র জো পারোনেলা জানান, তিনি কখনোই এমনটা হতে দেখেননি। বিরূপ আবহাওয়ার কারণে এমনটি ঘটেছে বলে মনে করছেন তিনি।

কিছুদিন আগে রাস্তাটির ওই অংশে নতুন পিচ ঢেলে সংস্কার করা হয়েছিল। প্রচণ্ড গরমের ওই দিনে রাস্তা থেকে পিচ উঠে আসে টায়ারের সঙ্গে। এ কারণে ক্ষতিগ্রস্ত হয় গাড়ি, পাল্টাতে হয় টায়ার। এ ছাড়া গাড়ির বাম্পার বার, প্যানেলও ক্ষতিগ্রস্ত হয়।

কুইন্সল্যান্ড রাজ্যের সড়ক ও যোগাযোগ বিভাগ জানায়, গরমে যাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

Leave a Reply