Saturday, March 15

নতুন গান গাইলেন সালমা

50121_salmaকয়েকদিন আগে সংগীত জীবনের এক দশক পূর্ণ করেছেন সালমা। প্রিয় মানুষদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজনও করেছিলেন এ কারণে। গান নিয়ে  বেশ ব্যস্ত সময় পার করা এ শিল্পী ‘দরদ’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন। ভালোবাসা দিবসে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশিতব্য ‘মনমাঝি’ শিরোনামের ইপি অ্যালবামে থাকবে এ গানটি। অন্য দুটি গান হলো ‘মনমাঝি’ ও ‘কে যে যখন’। ‘কেন এতো দরদরে তোর আমার লাগি, পোড়াস অন্তর দিবা নিশি। এক করে  দে, উজাড় করে বুকের পাঁজর’। এমন কথার ফোক ফিউশনধর্মী গানটি লিখেছেন জাহিদ আকবর। সুর করেছেন জিয়াউদ্দিন আলম, সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। গত বুধবার সন্ধ্যায় রেজওয়ান শেখের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। ‘দরদ’ প্রসঙ্গে সালমা বলেন, কণ্ঠ দেয়ার পরই মনে হয়েছে অনেক সুন্দর একটি গান গাইলাম। সবার ভালোলাগার মতো একটি গান হয়েছে।

Leave a Reply