Tuesday, April 23

জবির দুই শিক্ষার্থী বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সাংবাদিক ও কোটাসংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় গণিত বিভাগের ১১তম ব্যাচের আবুল হোসেন পরাগ ও ইতিহাস বিভাগের ১২ তম ব্যাচের নূরে আলম সিদ্দিকী নামে দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ,তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, গত রবিবার বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী কিছু শিক্ষার্থী প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করলে জবি ছাত্রলীগের কর্মীরা এতে হামলা চালায়। এসময় পেশাগত কাজে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে সমকালের জবি প্রতিবেদক লতিফুল ইসলাম, ইত্তেফাকের জবি সংবাদদাতা আহসান জোবায়ের, জবিসাসের সহ-সভাপতি ও বণিক বার্তার প্রতিনিধি সামী সরকার ও আমার সংবাদের জবি প্রতিনিধি আসলাম অর্ক, ডেইলি সানের জবি প্রতিনিধি কবির হোসাইনের ওপর শাখা ছাত্রলীগ কর্মীরা অতর্কিত হামলা ও মারধর করে।
এ হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে। এছাড়া হামলার ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের মুচলেকা নিয়েছে জবি প্রশাসন।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তদন্ত কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, হামলার ঘটনাটি অনেক পর্যবেক্ষণ করে চুড়ান্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে দুই শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করেছে জবি প্রশাসন।
এ বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, যাদেরকে বহিষ্কা করা হয়েছে তারা যদি আবার শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত হয় তবে তাদেরকে স্থায়ী বহিষ্কারের জন্য সিন্ডিকেটে সুপারিশ করা হবে।

Leave a Reply