Sunday, April 21

মাদক সেবনের সময় পুলিশ কনস্টেবলসহ আটক ২

চুয়াডাঙ্গার দর্শনা কেরু চিনিকল চত্বর থেকে ওমর ফারুক নামে এক পুলিশ কনস্টেবলকে চার বোতল ফেনসিডিলসহ আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার বেলা তিনটার দিকে দর্শনা কেরু চিনিকলের কর্মচারী মেসের একটি বাড়িতে ইয়াবা সেবনের সময় ওমর ফারুক বিজিবির হাতে আটক হন। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় চার বোতল ফেনসিডিল ও ইয়াবা। একইসঙ্গে বাড়ির মালিক শিপলুকেও আটক করা হয়। তবে, প্রত্যক্ষদর্শীরা ১০ পিস ইয়াবা উদ্ধারের বিষয়টি সাংবাদিকদের জানালেও দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস তা অস্বীকার করেন।

তিনি বলেন, ওমর ফারুক নামের এক পুলিশ কনস্টেবল যিনি আজ চুয়াডাঙ্গা ছেড়ে সাতক্ষীরায় যোগদান করেছেন। বিজিবি তাকে চার বোতল ফেনসিডিলসহ থানায় সোপর্দ করেছে। অভিযুক্ত পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তবে, ইয়াবা উদ্ধারের বিষয়টি সঠিক নয়।
এ বিষয়ে পুলিশ সুপার মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। অভিযুক্ত পুলিশ কনস্টেবল ওমর ফারুক চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন ক্যাম্পে কর্মরত ছিল। তাকে সম্প্রতি সাতক্ষীরা জেলায় বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে মামলাসহ দাপ্তরিক ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Reply