Breaking News
Home / আন্তর্জাতিক / ট্রাম্প-পুতিনের সংবাদ সম্মেলন থেকে বের করে দেয়া হলো আমেরিকান সাংবাদিককে

ট্রাম্প-পুতিনের সংবাদ সম্মেলন থেকে বের করে দেয়া হলো আমেরিকান সাংবাদিককে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সংবাদ সম্মেলন থেকে জোর করে এক আমেরিকান সাংবাদিককে বের করে দেয়া হয়েছে।

‘পরমাণু অস্ত্র নিষেধাজ্ঞা চুক্তি’র একটি কপি দেখানোয় ওয়াশিংটন ডিসির ‘দ্য ইনস্টিটিউট ফর পাবলিক অ্যাকিউরেসি’র কমিউনিকেশনস ডিরেক্টর এবং দ্য ন্যাশন ম্যাগাজিনের সাংবাদিক স্যাম হুসেইনিকে বের করে দেয়া হয়।

একটি ভিডিওতে দেখা যায়, সোমবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিনকিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ট্রাম্প ও পুতিন পৌঁছানোর আগে তাকে সম্মেলন কক্ষ থেকে কয়েকজন নিরাপত্তাকর্মী বের করে দিচ্ছে।

এদিকে সংবাদ সম্মেলনটি কভার করতে হুসেইনির জন্য প্রেস অনুমোদন নেয়া হয়েছিল বলে দ্য ন্যাশনের মুখপাত্র কেইটলিন গ্র্যাফ নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যখন কিনা প্রশাসন একের পর এক গণমাধ্যমে তুচ্ছ-তাচ্ছিল্য করছে, তখন হুসেইনিকে জোর করে সংবাদ সম্মেলন থেকে বের করে দেয়া আমাদেরকে আরও বেশি উদ্বিগ্ন করছে।

সিএনবিসি জানিয়েছে, হুসেইনির এই কর্মকাণ্ডকে বিদ্বেষপরায়ণ বলে মনে করছে রুশ কর্তৃপক্ষ।

দ্য ইনস্টিটিউট ফর পাবলিক অ্যাকিউরেসি’র ওয়েবসাইট অনুসারে, প্রগতিশীল ও তৃণমূল পর্যায়ের সংগঠনগুলো আইডিয়া মূলধারার মিডিয়াতে তুলে আনাই প্রতিষ্ঠানটির লক্ষ্য।

About News Desk

Leave a Reply