Friday, April 26

দেশের সব অগ্রযাত্রায় ভারতের বড় অবদান: জাপা

দেশের সব অগ্রযাত্রায় ভারতের বড় অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

১৮ জুলাই, বুধবার দুপুর ১২টার দিকে নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন জাপা মহাসচিব।

এর আগে বেলা ১১টা ২০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সঙ্গে বৈঠকে বসে জাতীয় পার্টির দুই সদস্যের প্রতিনিধি দল। ওই দুজনের মধ্যে অপরজন জাপার সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

সাক্ষাতের পর রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের বলেন, ‘গতকাল (১৭ জুলাই) পার্টির চেয়ারম্যানের (এইচ এম এরশাদ) বাসায় ভারতীয় হাইকমিশনার এসেছিলেন। সেখানে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। আমরা বন্ধুপ্রতিম দেশ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাদের অবদান অনন্য।

দেশের উন্নয়নের ক্ষেত্রে, দেশের সকল অগ্রযাত্রায় ভারতের বড় অবদান। তাদেরকে আমরা সবসময়ই পেয়ে থাকি। আমাদের পক্ষও, আমাদের সরকারের পক্ষ থেকেও সবসময় আমরা তাদেরকে সহযোগিতা করে থাকি।’

জাপার মহাসচিব আরও বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন সকল দলের অংশগ্রহণে হবে, সেটা পার্টিরও প্রত্যাশা, ভারতীয় হাইকমিশনেরও প্রত্যাশা।

Leave a Reply