Friday, April 26

মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ উল আজহায় ‘আর্ট’

মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ উল আজহায় ‘আর্ট’ আউটলেটে রঙের বিন্যাস আর নজরকাড়া বৈচিত্র্যের, এক্সক্লুসিভ ডিজাইনের বেশকিছু পাঞ্জাবি পাওয়া যাচ্ছে।

ঈদউৎসব উপলক্ষে আর্ট আউটলেটে নতুন নতুন ডিজাইনের পাঞ্জাবি এনেছে। ঋতু বৈচিত্রের কথা মাথায় রেখে ফেব্রিক্স ও রঙের ক্ষেত্রে দেয়া হয়েছে বিশেষ গুরুত্ব। আর্ট যেকোনো উৎসবে নিত্য নতুন ডিজাইনের ব্যাপক পাঞ্জাবির আয়োজন করে।
আর্ট এর পাঞ্জাবি তৈরি করা হয়েছে সুতি, সিল্ক ও খাদি কাপড়ে বিভিন্ন হাতের কাজ ও প্রিন্টের মাধ্যমে। নকশা করা নিজস্ব ডিজাইনে নতুন চিন্তা, লেআউট ও কম্বিনেশনে ক্রেতারা পাবেন ভিন্নমাত্রার আমেজ।

উৎসব আয়োজনে প্রধানত জোর দেয়া হয়েছে পোশাকের উপকরণের ডিজাইনে, কাট প্যাটার্ন ও ফিনিশিংয়ে এবং একসেসরিজের ব্যবহারে। ক্রেতাদের কথা ভেবে কয়েকটি মূল্যসীমায় পাঞ্জাবির কালেকশন সাজিয়েছে।
আর্টএ আছে ফ্যাশন সচেতন ছেলেদের জন্য শার্ট, পলো শার্ট, টি শার্ট ও পাঞ্জাবি। এ ছাড়াও নতুন ডিজাইন ও নতুন কালেকশনে রয়েছে মেয়েদের নিত্য নতুন ডিজাইনের পোশাক।

Facebook : https://www.facebook.com/artbd/

Leave a Reply