Wednesday, October 30

খিলক্ষেতে নসিমনের ধাক্কায় মা-মেয়ে নিহত

50546_mapরাজধানীর খিলক্ষেতে রাস্তা পারাপারের সময় নসিমনের ধাক্কায় মা ও মেয়ে নিহত হয়েছেন। নিহতরা হলো-ছালমা আক্তার (২৬) ও তার মেয়ে মাইসা আক্তার(১৮ মাস)। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে খিলক্ষেতের বড়ুরা টেম্পুস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল হক গণমাধ্যমকে জানান, রাস্তা পারাপারের সময় নসিমনের ধাক্কায় ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply