কথা ছিল ফেব্রুয়ারিতেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের মাঝে ফিরবেন বলিউড তারকা কারিনা কাপুর খান। ‘ভির ডি ওয়েডিং’ ছবির শুটিংয়ে অংশ নেবেন তিনি। কিছুদিন আগের এমন খবরে অনেকটা আনন্দেই মেতেছে বলিপাড়া। কিন্তু পিছিয়ে গেলেন কারিনা। নতুন খবর হচ্ছে, ফেব্রুয়ারি নয়, মে মাসে ফিরছেন তিনি। টাইমস অব ইন্ডিয়ার প্রকাশিত এক প্রতিবেদন অন্তত সেটাই বলছে। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, এই ফেব্রুয়ারিতে শুটিংয়ে ফেরার কথা থাকলেও মে মাসের আগে কারিনা ছবির কোনো কাজ করতে পারবেন না। জানা গেছে, নায়িকার এখনো ফিটনেস ঠিক হয়নি বলেই শিডিউল পেছাতে হয়েছে। ‘ভির ডি ওয়েডিং’ ছবিতে আগে যেমন ফিটনেস নিয়ে কাজ করেছেন সেটা এখন নেই। মা হওয়ার পর নবাব বধূর অনেক পরিবর্তন হয়েছে। তাই এই ক’মাস নিজেকে আগের মতো তৈরি করে তবেই ক্যামেরার সামনে দাঁড়াবেন কারিনা। এদিকে ফেব্রুয়ারিতে মুম্বইভিত্তিক একটি ফ্যাশন ব্র্যান্ডের র্যাম্প শোতে অংশ নেয়ার কথা বেবোর। কিন্তু ছবির শুটিং যেখানে পিছিয়ে দিয়েছেন সেখানে র্যাম্পে হাঁটার বিষয়টি কতটুকু নিশ্চিত থাকছে সেটা নিয়েও শঙ্কা জেগেছে। অবশ্য এ ব্যাপারে ওই প্রতিবেদনে কারিনার দিক থেকে কোনো তথ্য জানানো হয়নি। উল্লেখ্য, গত বছরের ২০শে ডিসেম্বর নায়িকার কোলজুড়ে আসে পুত্রসন্তান তৈমুর আলি খান। ছেলের জন্মের আগেই ছবির শুটিং থেকে অব্যাহতি নেন কারিনা। তবে বেশ কয়েকটি শোতে অংশ নিয়েছিলেন। কারিনা অভিনীত একমাত্র ছবি ‘উড়তা পাঞ্জাব’ গেল বছর মুক্তি পায়। সে সঙ্গে বছরজুড়ে এ নিয়ে আলোচিত কম হননি নবাব বধূ।