Friday, April 26

পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার

50545_khanপণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে সংগঠনটি। আজ মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রী ও পরিবহন মালিক শ্রমিকদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ধর্মঘট প্রত্যাহারের এ ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, ট্রাকে অতিরিক্ত বাম্পার থাকবে না, তবে অরিজিনাল বাম্পার থাকবে। ওভারলোড করা যাবে না। একটি কমিটি গঠিত হবে। জেলা পর্যায়ের হাইওয়েতে ট্রাক টার্মিনাল করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান রাজারবাগে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় বলেন, অতিরিক্ত মাল পরিবহন করলে জরিমানা দিতেই হবে। তবে পথে পথে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ পেলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, অতিরিক্ত পণ্য পরিবহন নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপনসহ ১২ দফা দাবিতে দক্ষিণ-পশ্চিমের ২১ জেলায় এ পণ্য পরিবহন ধর্মঘট ডাকা হয়। গতকাল সোমবার থেকে এসব জেলায় পণ্য পরিবহন ধর্মঘট চলেছিল।

Leave a Reply