Tuesday, March 26

অধিনায়ক হিসেবে ধোনির প্রত্যাবর্তন

আফগানিস্তানের বিপক্ষে আজকের গুরুত্বহীন ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে ফিরলেন মহেন্দ্র সিং ধোনি। অধিনায়ক হিসেবে এটি ধোনির ২০০তম ওয়ান ডে ম্যাচ। আর দিনের হিসেবে ৬৯৬ দিন পর ভারতীয় দলের নেতৃত্বে ফিরলেন মাহি। আর এই ম্যাচে ভারতের হয়ে ওয়ান ডে ক্রিকেটে অভিষেক করলেন বোলার দীপক চাহার।

আফগান ম্যাচে ভারতীয় দলে একাধিক পরিবর্তন আনা হয়েছে। চলতি এশিয়া কাপে প্রথমবারের জন্য দলে এলেন লোকেশ রাহুল। এদিন ওপেনিংয়ে দায়িত্ব সামলাতে দেখা যেতে পারে তাকে। শুক্রবারের এশিয়া কাপ ফাইনালের কথা মাথায় রেখেই রোহিত-ধাওয়ানসহ একাধিক ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক। শেষ ম্যাচে ভারতের দুই ওপেনার পাকিস্তানের বিরুদ্ধে শতরান করেছিলেন।

অন্যদিকে অধিনায়ক হিসেবে ফিরে এসে ব্যাক্তিগত মাইলস্টোন ছুঁয়ে ফেললেন ধোনি। ওয়ান ডে ক্রিকেটে অধিনায়ক হিসেবে সর্বাচিক ম্যাচে নেতৃত্ব দেওয়ায় ধোনির আগে রয়েছেন শুধু দুজন। তালিকায় শীর্ষস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ানর প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। ২৩০টি ওয়ান ডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন পন্টিং। ২১৮টি ওয়ান ডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন নিউজিল্যান্ডের এক সময়ের ওপেনার স্টিভেন ফ্লেমিং। এই তালিকায় তিন নম্বরে রয়েছেন ভারতের ধোনি।

Leave a Reply