Breaking News
Home / আন্তর্জাতিক / দিল্লিতে ভবন ধসে ৪ শিশুসহ নিহত ৫

দিল্লিতে ভবন ধসে ৪ শিশুসহ নিহত ৫

দিল্লিতে ভবন ধসে অন্তত শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। জানা গেছে, বুধবারের ওই দুর্ঘটনায় আরো সাতজন আহত হয়েছেন। দিল্লির অশোক বিহার এলাকায় তিনতলা ভবন ধসে হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ বলছে, আহতদের দ্রুত দ্বীপ চাঁদ বন্ধু হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে চারজন শিশুও রয়েছে।

পুলিশের একজন কর্মকর্তা জানান, ধ্বংসাবশেষের ভেতর অনেকেই আটকা পড়ার আশঙ্কা রয়েছে। উদ্ধার অভিযান চালানো হচ্ছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরই ফায়ার সার্ভিসের ছয়জন সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন।

জাতীয় দূর্যোগ মোকাবিলা বাহিনীর একজন মুখপাত্র জানান, উদ্ধার অভিযান চালানোর জন্য ঘটনাস্থলে তাদের দুটি দলকে পাঠানো হয়েছে।

About News Desk

Leave a Reply