Breaking News
Home / ইসলাম / ইসলাম পরিপন্থী বলে ভাসমান স্ট্যাচু ভেঙ্গে দিল মালদ্বীপ

ইসলাম পরিপন্থী বলে ভাসমান স্ট্যাচু ভেঙ্গে দিল মালদ্বীপ

বেশ কয়েকটি ভাসমান স্ট্যাচু ভেঙ্গে দিয়েছে মালদ্বীপের সরকার। ইসলাম পরিপন্থী হওয়ায় এই স্ট্যাচুগুলো ভেঙ্গে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, গত জুলাইয়ে অর্ধডুবন্ত এই শৈল্পিক কর্মগুলো উন্মোচিত হয়। ব্রিটিশ শিল্পী ও ডুবুরি জসন ডো কেরস টাইলর সেগুলো তৈরী করেন।স্ট্যাটুগুলোর কিছু মানুষের আকৃতি, কিছু উদ্ভিদ এবং কিছু সামুদ্রিক প্রাণীর।

মালদ্বীপের আদালত জানিয়েছে, মূর্তি ভেঙ্গে না দেয়া ইসলামী ঐক্য, শান্তি এবং রাষ্ট্রের স্বার্থের জন্য হুমকি। ইসলামী শরিয়ার নির্দেশনা বাস্তবায়নের জন্য সেগুলো দূর করা জরুরী।

এদিকে নির্মাতা টাইলর জানান, এই সংবাদ শুনে তিনি ব্যথিত হয়েছেন। পরিবেশ এবং মানুষের সাথে সেতুবন্ধন ছিল স্ট্যাচুগুলো।

About News Desk

Leave a Reply