Tuesday, December 16

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে চীন!

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে ‘হস্তক্ষেপ’ করার চেষ্টা করছে চীন।এমনটাই অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে গতকাল বুধবার এ কথা বলেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা (চীন) চায় না, আমি বা আমরা জয়লাভ করি। কারণ আমিই প্রথম প্রেসিডেন্ট হিসেবে চীনের বাণিজ্য নিয়ে কঠোর হয়েছি।

তিনি বলেন, নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে মার্কিন প্রশাসনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে চীন, এটা আমরা জানতে পেরেছি।

এদিকে, ট্রাম্পের এই অভিযোগ নাকচ করে দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

তিনি বলেন, চীন সব সময়ই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি মেনে চলছে। এটাই চীনের পররাষ্ট্রনীতির ঐতিহ্য।

প্রসঙ্গত, এর আগে রাশিয়ার বিরুদ্ধে ২০১৬ সালে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগ উঠে।

Leave a Reply