Sunday, February 9

যে কারণে পিএসএলে খেলবেন না মঈন আলী

50668_Moeenইনজুরি ও আন্তর্জাতিক সূচির কারণে আগের দিন পাকিস্তান সুপার লীগের (পিএসএল) দ্বিতীয় আসর থেকে কয়েকজন বিদেশি খেলোয়াড়কে বাদ দেয়া হয়। এই তালিকায় ছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ম্যাচের কারণে তাকে দল থেকে বাদ দেয়া পেশোয়ার জালমি। তার বদলে তারা দলে ভেড়ায় শ্রীলঙ্কার তিলকারতেœ দিলশানকে। অন্যদিকে কোয়েটা গ্লাডিটেরস ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্র্যাথওয়েটকে বাদ দিয়ে নতুন করে দলে নেয় ইংল্যান্ডের মঈন আলীকে। কিন্তু মঈন আলী এবার নিজেই সরে দাঁড়ালেন। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া পিএসএলের দ্বিতীয় আসরে খেলবেন না তিনি। ফ্র্যাঞ্চাইজিকে তিনি বিষয়টি জানিয়ে দিয়েছেন। ওই সময় তিনি পরিবার নিয়ে মক্কা-মদিনায় ওমরাহ পালন করতে যাবেন। এর আগে ২০০৯ সালে একবার ওমরাহ পালন করেন ইংল্যান্ডের ধার্মিক এ মুসলিম খেলোয়াড়। ওমরাহ থেকে ফিরে টানা দারুণ নৈপুণ্য দেখান তিনি। ওমরাহ থেকে প্রেরণা নিয়ে তিনি ভাল করেন বলে তখন তিনি জানান। টি-টোয়েন্টি লীগের আগ মুহূর্তে সরে দাঁড়ানোর আরো ঘটনা আছে মঈন আলীর। ভারতীয় প্রিমিয়ার লীগের (আইপিএল) গত আসরে নিলামের আগে তিনি সম্মতি দেন। কিন্তু এক ঘণ্টা বাদে নিজেকে সরিয়ে নেন। তার ওপর অতিরিক্ত চাপ হয়ে যাবে বলে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড উদ্বেগ প্রকাশের পর তিনি ওই সিদ্ধান্ত নেন। মঈন আলীর বদলে কোয়েটা গ্লাডিয়েটরস দলে ভিড়িয়েছে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ খেলোয়াড় ব্র্যাড হজকে। মঈন আলীর পিএসএলে না খেলার কথা নিশ্চিত করেছেন কোয়েটা। তারা এই টুইটে জানায়, ‘মঈন আলী একজন শীর্ষ খেলোয়াড় ও দারুণ মানুষ। তার সিদ্ধান্তের প্রতি আমাদের সম্মান রয়েছে। অবশ্যই পারিবারিক দায়িত্ব আগে। শুভকামনা মঈন আলী।’ ২০১৬ সালে ইংল্যান্ডের হয়ে মোট মিলিয়ে ৪১ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মঈন আলী। এরমধ্যে বছরের ১৭ টেস্টেই খেলেন তিনি। এ বছর জুনে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা। আর অক্টোবরে অ্যাশেজ সিরিজের জন্য অস্ট্রেলিয়া সফর করবে তারা।

Leave a Reply