Monday, September 9

৬১ তে বাবা হলেন হলিউড অভিনেতা মেল গিবসন

50690_maleবন্দুক হাতে তিনি বরাবরই মাত করেছেন হলিউড সিনেমা। কিন্তু এবার আর এক দিক দিয়েও বাজিমাত করলেন হলিউড অভিনেতা মেল গিবসন। ৬১ বছর বয়সে বাবা হলেন তিনি! কাপড় বদলানোর ধাঁচেই কিছুটা জীবনসঙ্গী বদলে থাকেন এই অভিনেতা। সকলের সঙ্গে যে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন তা নয়। কিছু দিন আগেই ২৬ বছর বয়সী রোজালিন্ড রসকে বিয়ে করেন ৬১ বছরের এই অভিনেতা। আর এ বার রোজালিন্ড একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। ছেলের নাম রাখা হয়েছে লার্স জেরার্ড গিবসন। মেল-এর পুত্র-কন্যাদের তালিকায় লার্সের স্থান নবমে। রোজালিন্ড-এর মতে, মেল বাবা হিসাবে খুবই দায়িত্ববান। এবং তাঁরা এই খুশির দিনটার জন্য স্বাগ্রহে অপেক্ষা করছিলেন। তাঁর কথায়, গত দু’বছর ছিলো আমাদের জীবনের অন্যতম সেরা সময়।

Leave a Reply