পাকিস্তানের ক্রিকেটারদেরকে ভারতের অধিনায়ক বিরাট কোহলির কাছ থেকে শিক্ষা নিতে বললেন দেশটির সাবেক তিন ক্রিকেটার ওয়াসিম আকরাম, সাকলাইন মুশতাক ও শোয়েব আখতার। কিংবদন্তি এই তিন ক্রিকেটার পাকিস্তানের একটি টিভি চ্যানেলের একটি শো’তে উপস্থিত হন। সেখানে পাকিস্তান দলের বর্তমান ব্যর্থতা নিয়ে কথা বলেন। এ অবস্থা থেকে উত্তরণের পরামর্শও দেন তারা। তারা তিনজনই ভারতের অধিনায়ক বিরাট কোহলির প্রশংসা করেন। তার কাছ থেকে পাকিস্তানের খেলোয়াড়দের শিক্ষা নেয়ার পরামর্শ দেন। পাকিস্তানি ক্রিকেটাররা কেন ফিটনেসে পিছিয়ে, রানিং বিটুউইন দ্য উইকেটে অন্যান্য দেশের তুলনায় সেøা- এমন সব প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিরাটের প্রসঙ্গ টেনে আনেন ওয়াসিম আকরাম। বলেন, ‘সময়ের সঙ্গে ক্রিকেট যেভাবে এগোচ্ছে তার দিকে সবসময় নজর রাখা উচিত।’ বিরাটের উদাহরণ টেনে তিনি বলেন, ‘কোহালি জানে কীভাবে রান তাড়া করে ম্যাচ জিততে হয়। এখনই ১৭টি সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছে সে।’ এখানেই থামেননি আকরাম। পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের উদ্দেশ্য বলেন, ‘কোনো লজ্জা না করে সিনিয়রদের কাছে কোহালি পরামর্শ নেয়। পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের এটা শেখা উচিত।’ একইভাবে কথা বলেন পাকিস্তানের সাবেক অফস্পিনার সাকলাইন মুশতাক। অনুশীলনের সময় বিরাটকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা শেয়ার করেন মুশতাক। বলেন, ‘আনুশীলনের সময় একবার কোহলিকে ভুট্টা খেতে দেখলাম। তখন ভুট্টা খাওয়ার কারণ জানতে চাইলাম। সে বলল, শরীর ফিট রাখার জন্য সে রুটি খাওয়া ছেড়ে দিয়েছে। বিরাট ভীষণ নিয়ম মেনে চলে। অনুশীলন, জিম থেকে খাওয়া-দাওয়া, ঘুম সব কিছু নিয়মের মধ্যে থাকে।’ ওই অনুষ্ঠানে বিরাট কোহলির প্রশংসা শোনা যায় শোয়েব আখতারের মুখেও। রান তাড়া করতে নেমে অসাধারণ ব্যাটিং করায় ইতিমধ্যে ‘চেজ মাস্টার’ নাম নিয়ে ফেলেছেন কোহলি। সম্প্রতি ইংল্যান্ডের ৩৫১ রান তাড়া করে ভারতের জয়ে সেঞ্চুরি করেন কোহলি। ওই ইনিংসের পর তাকে ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তুলনা করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেন। আর কোহলিকে বর্তমান সময়ে সব ফরমেটের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি দেন মাইকেল ভন।