Sunday, December 3

অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, ভিডিও করে ফের…

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্বামী বাহিরে থাকার সুযোগে এক গৃহবধূকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৫ অক্টোবর) দুপুরে এ ঘটনায় স্থানীয় থানায় ওই গৃহবধূ মামলা করেছে বলে জানা যায়।

ওই গৃহবধূর করা মামলায় আসামি হলেন, গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়নের বার্ণা চন্দ্রশিখর (মোগলটুলি) গ্রামের বাসিন্দা আবদুল ওয়াহেদ ওরফে ডিপটি মিয়াকে (৪৭)।

মামলা অভিযোগ সূত্রে জানা যায়, এর আগে ওই গৃহবধূকে কুপ্রস্তাব দেন ডিপটি মিয়া। এতে রাজি না হলে ডিপটি মিয়া অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন। এ সময় ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও ধারণ করা হয়। এর পর থেকে বিভিন্ন সময় সেই ভিডিওটি ওই গৃহবধূর স্বামীকে দেখানো সহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন। এরই এক পর্যায়ে শনিবার (১৩ অক্টোবর) দুপুরে ওই নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে ডিপটি মিয়া।

ভূক্তভোগী ওই গৃহবধূ জানান, ধর্ষণের সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ডিপটিকে হাতেনাতে আটক করে। পরে বিষয়টি জেনে তার পক্ষের ১৫-২০ জনের স্বশস্ত্র যুবকের দল তার ঘরের দরজা ভেঙে ডিপটিকে ছিনিয়ে নিয়ে যায়। এতে বাধা দিতে গেলে অস্ত্রধারী যুবকরা তাদের মারধর করে। এ ঘটনায় রাজা মিয়া, মোজাম ও লোকমান নামে ৩ জন গুরুতর আহত হন।

এ বিষয়ে জানতে কয়েকবার ডিপটি মিয়ার ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।

এ ব্যাপারে এজাহার পাওয়ার কথা স্বীকার করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।

তিনি বলেন, ধর্ষণের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply