Saturday, April 27

সৌদি কনস্যুলেটেই সাংবাদিক খাশোগিকে হত্যা করা হয়

তুরস্কের কর্তৃপক্ষের কাছে একটি ১১ মিনিটের অডিও রেকর্ডিং রয়েছে। এই অডিও থেকে ইঙ্গিত মিলেছে, সৌদি ভিন্নমতালম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে। তিনি ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পরপর সেখানেই তাকে হত্যা করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক তুর্কি সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানিয়েছে, জামাল খাশোগির হাতে থাকা অ্যাপল ওয়াচে ধারণকৃত অডিওর চেয়ে ভিন্ন আরেকটি সূত্র থেকে এই অডিও হস্তগত হয়েছে তুর্কি কর্তৃপক্ষের কাছে।

রয়টার্স জানিয়েছে, তুরস্ক পুলিশের হাতে একটি অডিও রেকর্ডিং রয়েছে যা থেকে বোঝা যায় যে কনস্যুলেটেই খাশোগিকে হত্যা করা হয়। ওই অডিও অনেক দেশের কর্তৃপক্ষের সঙ্গে শেয়ার করা হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবও রয়েছে।

তবে, এখন পর্যন্ত খাশোগিকে হত্যার কথা অস্বীকার করেছে সৌদি আরব। সৌদি বলছে, খাশোগি কনস্যুলেটে প্রবেশের কিছুক্ষণ পরই বেরিয়ে যান।

Leave a Reply