পিকনিকে যাওয়ার সময় যশোরের চৌগাছার বর্ণি রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের একটি স্কুল বাস উল্টে দুই ছাত্রীসহ তিন জন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। বুধবার রাত ১০টার দিকে চৌগাছা-পুড়াপাড়া সড়কের খড়িঞ্চা এলাকার দানবাক্স নামকস্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলো স্কুলের সিনিয়র শিক্ষক জহুরুল ইসলাম ,শিক্ষার্থী সাথী, সুমাইয়া ও গাড়ির হেলপার মিলন রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মশিউর রহমান।
এলাকাবাসীর ভাষ্য, রাত ১০টার দিকে চৌগাছার বর্ণি রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনাজপুরের স্বপ্নপুরে পিকনিকে যাচ্ছিল। ছেলে ও মেয়েদের দুটি বাসে প্রায় একশ যাত্রী ছিল। মেয়েদের বহনকারী (ময়মনসিংহ ০৫-০০১০) বাসটি পুড়াপাড়া সড়কের খড়িঞ্চা এলাকার দানবাক্স নামকস্থানে পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে তালগাছের সাথে থাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মারা যান স্কুলের সিনিয়র শিক্ষক জহুরুল ইসলাম,গাড়ির হেলপার মিলন রহমান, শিক্ষার্থী সাথী ও সুমাইয়া।