ফেসবুক লাইভে অস্ত্র প্রদর্শনের ঘটনায় কুষ্টিয়ার খোকসা উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আবু ওবাইদা শাফির বিরুদ্ধে মামলা হয়েছে। খোকসা থানার ওসি নাজমুল হুদা জানান, বুধবার রাত সাড়ে ১১টায় স্থানীয় এমপি আব্দুর রউফের খালাত ভাই ও কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় শাফিকে প্রধানসহ অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। সোমবার রাতে শাফিসহ একদল লোক এমপি আব্দুর রউফকে প্রতিরোধের জন্য খোকসা বাজারে অবস্থান নেন। এক ভিডিওতে দেখা যায়, শাফি অন্য কাউকে বলছেন, এখানে এমপিকে খোঁজা হচ্ছে, তাকে দাবড়ানো হবি। না পেয়ে ২০০ লোক নিয়ে রাস্তায় অবস্থান করছি। আমার ফেসবুকে লাইভে দেখাচ্ছি, দেখেন। এমন ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়লে কুষ্টিয়ায় তোলপাড় শুরু হয়।