Thursday, April 18

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকা থেকে মহাসড়কের দুই প্রান্তে ২০ কিলোমিটারব্যাপী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার রাত থেকে সৃষ্ট যানজট এখনো অব্যাহত থাকায় হাজার হাজার যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বুধবার এ যানজট আরও ভয়াবহ আকার ধারণ করে। এ সময় অনেকেই যানবাহন ছেড়ে হেঁটে রওনা দেন।

যাত্রীদের অভিযোগ, কাঁচপুর হাইওয়ে পুলিশের দায়িত্বহীনতা, ও টোল আদায়ে ধীরগতি যানজটের অন্যতম কারণ।

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় প্রায় নিয়মিত যানজট দেখা যাচ্ছে। আজ বৃহস্পতিবারও কাঁচপুর ব্রিজ থেকে কুমিল্লার দাউদকান্দির রামপুর পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট দেখা যায়। কুমিল্লা থেকে ঢাকা যেতে দুই ঘণ্টার রাস্তায় সময় লাগছে ১০-১২ ঘণ্টা।

দেশের লাইফলাইন খ্যাত এ মহাসড়কের যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে সমগ্র দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply