Sunday, April 21

মেক্সিকো সীমান্তে সংকট বাড়ছে : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্তরাষ্ট্রের মেক্সিকোর সীমান্ত পরিস্থিতি ‘ক্রমেই সংকটপূর্ণ’ হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন।

ওভাল অফিস থেকে সরাসরি জাতির উদ্দেশ্যে দেয়া এক ব্যতিক্রমী ভাষণে মঙ্গলবার তিনি বলেন, অনিয়ন্ত্রিত অবৈধ অভিবাসন আমেরিকার লাখ লাখ নাগরিককে যন্ত্রণা দিচ্ছে।

ট্রাম্প মেক্সিকো সীমান্ত দেয়াল নির্মাণের জন্য তার দাবি পুনর্ব্যক্ত করে বলেন, তাদের ‘সীমান্ত নিরাপত্তা একেবারে সংকটপূর্ণ।’

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমাদের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে মানবিক ও নিরাপত্তা সংকট ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।’

তিনি আরো বলেন, প্রতিদিন মার্কিন কাস্টমস ও বর্ডার পেট্রোল এজেন্টদের মেক্সিকো সীমান্ত হয়ে আমাদের দেশে প্রবেশের চেষ্টা করা হাজার হাজার অবৈধ অভিবাসন প্রত্যাশীকে মোকাবেলা করতে হচ্ছে।’

Leave a Reply