Saturday, April 20

অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন স্টিভেন স্মিথ!

অনেক নাটকীয়তার পর আইন সংশোধন করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৬ষ্ঠ আসর খেলার সুযোগ হয়েছে স্টিভেন স্মিথের। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে সাবেক অজি অধিনায়ক বিপিএলে আসায় নিঃসন্দেহে টুর্নামেন্টের আবেদন বেড়ে গিয়েছে। কিন্তু দুঃখজনক খবর হলো, চোটে পড়ায় টুর্নামেন্ট রেখে স্মিথকে ফিরে যেতে হচ্ছে অস্ট্রেলিয়ায়!

‘গলফার এলবো’ চোটে আক্রান্ত হয়েছেন স্টিভেন স্মিথ। এটা ‘টেনিস এলবো’র বিপরীত চোট। কনুইয়ের ভেতরের অংশের এই চোটের কারণে আজ বৃহস্পতিবার ঠিকমতো অনুশীলনও করতে পারেননি তিনি। ব্যথাটা নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না স্মিথ। ব্যক্তিগত চিকিৎসককে দেখাতে দ্রুত ফিরে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। সেখানে এমআরআই করাবেন অধিনায়ক। এমআরআইয়ের ফলাফল ভালো হলো দ্রুত ফিরে আসবেন বাংলাদেশে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার রাত ১০টার দিকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দিচ্ছেন স্মিথ। পৌঁছেই সেখানকার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এমআরআই করাবেন তিনি। এমআরআইয়ের রিপোর্ট ভালো এলে দুদিনের মধ্যেই ফিরে আসবেন বাংলাদেশে। আবারও যোগ দেবেন বিপিএলে। স্মিথ নিজেই নাকি পুরো বিপিএলে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন।

Leave a Reply