Tuesday, March 26

সৃজিতের সিনেমায় প্লেব্যাক করলেন নোবেল!

ওপার বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপা’য় গান গেয়ে বিখ্যাত হয়ে গেছেন বাংলাদেশের তরুণ সঙ্গীতশিল্পী নোবেল। তার গান মানেই বিচারকদের উচ্ছসিত প্রশংসা আর সোশ্যাল সাইটে তুমুল আলোচনা। দুই বাংলাতেই নোবেল বর্তমানে তুমুল জনপ্রিয়। সারেগামাপা’র সিজন শেষ হওয়ার আগেই নোবেলকে ঘিরে তৈরি হলো নতুন খবর। ওপার বাংলার চলচ্চিত্রে প্লেব্যাক করে ফেলেছেন নোবেল!

সিনেমার নাম ‘ভিঞ্চি দা’। পরিচালক কিন যে সে নয়; একেবারে সৃজিত মুখার্জী! কলকাতার বিখ্যাত এই পরিচালকের মনে ধরেছে নোবেলকে। গানটির সঙ্গে আরও এক জনপ্রিয় শিল্পীর নাম জড়িত। তিনি তুমুল জনপ্রিয় গায়ক অনুপম রায়; যিনি একাধারে গানটি লিখেছেন, পাশাপাশি এর সুর ও সংগীতায়োজন করেছেন। যদিও গানটি নিয়ে কোনো পক্ষই এখনই কিছু বলতে চাননি।

উল্লেখ্য, সারেগামাপা রিয়েলিটি শোটি সম্প্রচার করা হয় জি বাংলা টিভি চ্যানেলে। এতে দুই বাংলার শিল্পীদেরই অংশগ্রহণের সুযোগ রয়েছে। নোবেল তার অসাধারণ ভরাট গলা এবং গায়কী দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন। বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন ব্যান্ডের জনপ্রিয় গানগুলোই নোবেলের কণ্ঠে বারবার উঠে এসেছে।

Leave a Reply