Breaking News
Home / এক্সক্লুসিভ / বাংলাদেশ ডিজিটাল সোস্যাল ইনোভেশন সামিটের এবার পর্দা উঠবে খুলনায়

বাংলাদেশ ডিজিটাল সোস্যাল ইনোভেশন সামিটের এবার পর্দা উঠবে খুলনায়

জাতিসংঘের টেকসই উন্নয়ন মাত্রা লক্ষ অর্জনের জন্য কাজ করে আছে বাংলাদেশ ডিজিটাল সোস্যাল ইনোভেশন ফোরাম গত ২৫ জানুয়ারী আয়োজিত হয়েছিল “বাংলাদেশ ডিজিটাল সোস্যাল ইনোভেশন সামিট ২০১৯”। সামিটে অংশগ্রহন করে সামাজিক উদ্ধাবনী দিকনির্দেশনা ও প্রত্যেকের পছন্দের উপযুক্ত পেশা নির্ধারন সহায়ক পরামর্শ গ্রহন করে বাংলাদেশ থেকে চিরতরে দারিদ্র বিমোচন ও বাংলাদেশকে কর্মদক্ষতা শির্ষে উঠতে সক্ষম করতে উপযুক্ত ভূমিকা পালন করে আসছে ‘বাংলাদেশ ডিজিটাল সোস্যাল ইনোভেশন ফোরাম’তারই ধারাবাহিকতায় খুলনায় আয়োজন করতে যাচ্ছে “বাংলাদেশ ডিজিটাল সোস্যাল ইনোভেশন সামিট ইন খুলনা” যা আগামী ৫ ও ৬ এপ্রিল খুলনায় কুয়েট অডিটোরিয়াম এ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দিনব্যাপী এ সামিটে জনপ্রিয় আলোচকবৃন্দের মধ্যে সম্ভাব্য অংশগ্রহন করবেনঃ-
সোলায়মান সুখন, আয়মান সাদিক, ইকবাল বাহার, প্রিতরেজা, ওসামা বিন নূর, দিদারুল ইসলাম সানি,
মোঃ সোবাহান চৌধুরী, মোঃ মারুফ খান, মোঃ আব্দুল আওয়াল,তাসনিম বর্ষা ইসলাম, আলী আকবর, ফারহা মাহমুদা ত্রিনা।
যাদেরকে বাংলাদেশ ডিজিটাল সোস্যাল ইনোভেশন সামিট ইন খুলনার সম্মাননা দেওয়া হবেঃ-
সফলডিজিটালইয়ুথ লিডারশীপ এওয়ার্ড গোলাম রব্বানী, জিএস, বাংলাদেশ ছাত্রলীগ ।
সফল ডিজিটালসোস্যাল ফাউন্ডেশন ইনোভেটর এওয়ার্ড মারিয়া কন সিয়াসু প্রতিষ্ঠাতা, মারিয়া ক্রিষ্টিয়ানা ফাউন্ডেশন।
সফল ডিজিটালসোস্যাল ফাউন্ডেশন এওয়ার্ড অলকচন্দ্র দাস, প্রতিষ্ঠাতা,অনুশীলন সমাজ কল্যান সংস্থা ।
সফল ডিজিটালসোস্যাল ফাউন্ডেশন একটিবিষ্টএওয়াডর্, ফাতেমাতুজ্জ জুবাইরা নওশীন, প্রতিষ্ঠাতা আয়না ভলেনটারি অর্গানাইজেশন ।
সফল ডিজিটাল প্লাটফর্ম সোস্যাল একটিভিটি এওয়ার্ড সালেহ উদ্দিন, প্রেসিডেন্ট খুলনা ব্লাড ব্যাংক।
সফল ডিজিটাল প্লাটফর্ম ইউজিং এওয়ার্ড আর কে সোহান, প্রতিষ্ঠাতা প্রধান নিবার্হী, শো দ্যা ক্রিয়েটিভিটি।
তাছাড়াও আরও চমক হিসেবে যাচ্ছে খুলনার কিছু জনপ্রিয় ব্যান্ড ও এ সময়ের তরুন ব্যান্ডদল ছারপোকা।
ইভেন্ট অর্গানাইজার বাংলাদেশ ডিজিটাল সোস্যাল ইনোভেশন ফোরার্ম।
ইভেন্ট পার্টনার হাইওয়ে আইটি ।
ইভেন্ট স্ট্যাটেজি পার্টনার ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ।
ইভেন্ট সহযোগী পার্টনার টেকনিশিয়ান টেকনোলজি।
ইভেন্ট মিডিয়া পার্টনার সময়টিভি, জাগো এফএম
এক্সফ্লোসিভ রেডিও পার্টনার স্পাইসি এফ এম।
অনলাইন নিউজ পার্টনার স্বদেশ নিউজ ২৪, কোটালীপাড়া এক্সপ্রেস ও টাইমস বিডি।
ফটোগ্রাফি পার্টনার ছবির হাট বাজার
লাইভ স্টিমিং পার্টনার টোগো।

About Saimur Rahman

Leave a Reply