নির্বাচন কমিশন (ইসি) গঠনে অনুসন্ধান কমিটি নিয়ে বিএনপিকে ঘোলা পানিতে মাছ শিকার না করার আহবান জানিয়েছেন সরকারি দলের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। ্আজ সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, ‘বিএনপি এই কমিটি নিয়ে কথা বলে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। অনুসন্ধান কমিটি নিয়ে বিএনপির দুই নেতা দুই ধরনের কথা বলছেন। একজন বলছেন- এই কমিটির কাছ থেকেও ভাল কিছু পাওয়া যেতে পারে। আবার ওই দলের মহাসচিব বলছেন- আমরা এই কমিটি প্রত্যাখ্যান করছি। সাংবিধানিকভাবে এখানে গ্রহণ বা প্রত্যাখ্যানের কোন সুযোগ নেই। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) গঠনের এখতিয়ার একমাত্র প্রেসিডেন্টের। তাঁর সিদ্ধান্তের উপর কথা বলার এখতিয়ার কারো নেই। তিনি বলেন, ইসি গঠনে প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ যে অনুসন্ধান কমিটি গঠন করেছেন তা সমগ্র জাতির কাছে গ্রহণযোগ্য হয়েছে। রাজনীতি করতে হলে বিএনপিকে সংবিধান পড়ে ও জেনে রাজনীতি করতে হবে উলে¬খ করে তিনি বলেন, এখনো সুযোগ রয়েছে। যদি স্বচ্ছ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে আপনাদের কোন মতামত থাকে, তাহলে তা অনুসন্ধান কমিটিকে জানাতে পারেন।