Thursday, April 25

বিশ্বকাপে সবােইকে টপকে সাকিবের বাজিমাত

৪৮ ম্যাচের বিশ্বকাপে ইতোমধ্যে ২৮টি ম্যাচ সম্পন্ন হয়েছে। যাতে ব্যাট হাতে শীর্ষে বাংলাদেশের সাকিব আল হাসান। ৪ ম্যাচে ৩৮৪ রান তুলে ইংল্যান্ডের জো রুটের উপরে তিনি। রুট ৫ ম্যাচ খেলে তুলেছেন ৩৬৭ রান। আর অস্ট্রেলিয়ার অ্যারণ ফিঞ্চের সংগ্রহ ৩৪৩।

চলতি বিশ্বকাপে সাকিব এখন পর্যন্ত ৪ ম্যাচে নেমে দুটি অর্ধশতক এবং দুটি শতকের দেখা পেয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রানের দুর্দান্ত ইনিংসের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পেয়েছেন ১২৪ রানের দেখা। তাই সাকিবসহ বেশ কয়েকজনকে নিয়ে চলতি আসরে মূল্যবান খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

সেই তালিকায় সবার উপরে বাংলাদেশি সাকিব আল হাসান। ৫৬১.৮ পয়েন্ট নিয়ে চূড়ায় তার অবস্থান। ৪৯৯.২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ৪৩০.৪ পয়েন্ট নিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। তালিকায় ৪০৫.৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ভারতীয় ওপেনার রোহিত শর্মা। পঞ্চমে মোহাম্মদ আমির।

Leave a Reply