Saturday, April 20

লেজার ভিশনের ব্যানারে রবীন্দ্রনাথের বর্ষার গান নিয়ে মকবুল হোসেনের “মেঘের ছায়ায়”

laservision-swadeshসম্পাদনায়-আরজে সাইমুর,স্বদেশকন্ঠ: বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস সামনে রেখে তাঁর লেখা বর্ষার গান নিয়ে লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হলো সঙ্গীতশিল্পী মকবুল হোসেনের রবীন্দ্রনাথের বর্ষার গানের অ্যালবাম “মেঘের ছায়ায়”। অ্যালবামটিতে মোট ১০টি গান রয়েছে। গানের শিরোনাম গুলো হলো- ছায়া ঘনাইয়াছে বনে বেন, মন মোর মেঘের সঙ্গী, বাদল দিনের প্রথম কমদ ফুল, শ্রাবনের ধারার মত, আমার যে দিন ভেসে গেছে, আজ শ্রাবনের আমন্ত্রণে, বর্ষণমন্ত্রিত অন্ধকারে, যেতে দাও গেল যারা, রিমিক ঝিমিক ঝরে, আমি তখন ছিলেম । সঙ্গীত পরিচালনা করেছেনে দুর্বাদল চট্টপাধ্যায়।স্বদেশকন্ঠকে শিল্পী মকবুল হোসেন বলেন- বিশ্বকবি রবীন্দ্রনাথ এর বর্ষার গান নিয়ে এলবামার করার স্বপ্ন আমার দীর্ঘদিনের আর সেই লালিত স্বপ্ন লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হয়েছে। গানগুলো স্রোতাদের কাছে ভাল লাগবে। সবাই আমার জন্য দোয়া করবেন।

Leave a Reply