Saturday, April 20

অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ ম্যাচ জয়ে আশাবাদী -মাশরাফি

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে এবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার নটিংহামে লড়াইয়ে নামছে দুই দল। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়  শুরু হবে ম্যাচটি। অস্ট্রেলিয়াকে শক্ত প্রতিপক্ষ মানলেও এই ম্যাচ জয়ে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘বিশ্বকাপে অস্ট্রেলিয়া সবসময়ই ফেভারিট। তাদের বিপক্ষে জিততে হলে নিজেদের সেরাটা খেলতে হবে। এর বিকল্প নেই। অস্ট্রেলিয়া তাদের ৭০ ভাগ খেললে, আমাদের শতভাগ দিয়ে খেলতে হবে। তাহলে সাফল্য আসবে।’

ম্যাচ জয়ে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার চাওয়া এই ম্যাচে যেন আমরা ভালো খেলে জিততে পারি এবং দুই পয়েন্ট পাই। এই ম্যাচ জিততে পারলে টুর্নামেন্টে দাঁড়িয়ে থাকার জন্য আলাদা আত্মবিশ্বাস জোগবে আমাদের।’

তবে গত ম্যাচের তুলনা এই ম্যাচের আরো ভালো ক্রিকেট খেলতে হবে বলে মনে করেন মাশরাফি, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে সিনারি একেবারেই উল্টো হবে। তাদের বোলিংয়ে বৈচিত্র্য আছে। ব্যাটিংও চমৎকার। তারা খুবই পেশাদার দল। তাই সাফল্য পেতে হলে আমাদের তিন বিভাগেই ভালো করতে হবে।’

আবহাওয়ার পূর্বাভাসে আগামীকাল নটিংহামে বৃষ্টি হতে পারে। বাংলাদেশ অধিনায়কের চাওয়া ম্যাচটি যেন বৃষ্টিতে ভেসে না যায়। এ সস্পর্কে তিনি বলেন, ‘আমরা চাই ম্যাচটা হোক। কাল বৃষ্টি হলে যদি এক পয়েন্টও পাই বা যেটাই হোক তা যেন আমাদের পক্ষে আসে।’

এদিকে বাংলাদেশ দলকে নিয়ে চিন্তিত অস্ট্রেলিয়া। দলটির উইকেটকিপার ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি এ সম্পর্কে বলেন, ‘সাকিবের নেতৃত্বে বাংলাদেশ এই মুহূর্তে দুর্দান্ত ক্রিকেট খেলছে। সাকিব ও অন্য টপ অর্ডারদের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। সেই সঙ্গে তাদের বোলিং আক্রমণ নিয়েও ভাবতে হচ্ছে।’

আসরের পয়েন্ট তালিকায় পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে বাংলাদেশ। তারা দুই ম্যাচ জিতেছে, একটিতে পয়েন্ট ভাগাভাগি করেছে। আর দুটি ম্যাচ হেরেছে। সমান ম্যাচে আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া।

Leave a Reply