গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদীর চরাঞ্চলের কুন্দেরপাড়ায় গণ উন্নয়ন একাডেমী বিদ্যালয় আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার রনজু মিয়ার (৩০) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ময়নুল হাসান ইউসুব তার রিমান্ড মঞ্জুর করেন।
রঞ্জু মিয়া সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া পারদিয়ারা গ্রামের মো. মজিবর রহমানের ছেলে।
গাইবান্ধা সদর থানার ওসি মেহেদী হাসান জানান, ২৯ জানুয়ারি সন্ধ্যায় গাইবান্ধা সদর উপজেলার কুন্দেরপাড়া গ্রাম থেকে রনজুকে গ্রেপ্তার করা হয়। এরপর রনজু মিয়ার কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। সে কারণে তার সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। বিচারক শুনানী শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।