Thursday, April 18

ঈদের অগ্রিম বাসের টিকিট বিক্রি শুরু

অনলাইন ডেস্ক।।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বেসরকারি বাস সার্ভিসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ (২৬ জুলাই)।

বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির গত ১৬ জুলাই নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আজ সকাল ৬টায় টিকিট বিক্রি শুরু হয়।

হানিফ পরিবহনের একজন কর্মচারী আমিনুল ইসলামের বরাত দিয়ে আমাদের আলোকচিত্রী প্রবীর দাশ জানান, ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে।

রাজধানীর গাবতলী বাস টার্মিনালে টিকিট কিনতে আসা আয়েশা আক্তার বলেন, তিনি তার পরিবারের সদস্যদের সবার জন্যে টিকিট কিনতে ভোর ৪টায় থেকে কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন।

এরপর সকাল ৯টার দিকে টিকিট পেয়েছেন উল্লেখ করে আয়েশা হাসিমুখে বলেন, “অবশেষে সবার জন্যে টিকিট পেয়েছি।”

প্রতিবছর ঈদের ছুটি প্রিয়জনদের সঙ্গে কাটাতে হাজার হাজার মানুষ রাজধানী শহর থেকে নিজ নিজ গ্রামে যান। তবে অধিকাংশ ক্ষেত্রেই তাদের ঈদযাত্রা যানজটের কারণে দুর্ভোগে পরিণত হয়।

সেসময় টিকিটের বাড়তি দাম রাখার পাশাপাশি বাস ও ট্রেনের শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটে।

Leave a Reply