Friday, April 19

কিশোরগঞ্জের ভৈরবে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বার্তা ও র‍্যালী।

আশরাফুল আলম||
৫ জুলাই সোমবার সকাল- ১০ঘটিকায় বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন (বিপিসিডিওএ) ভৈরব এর উদ্যোগে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। “এডিস মশার বংশ প্রতিরোধ করুন, ডেঙ্গু থেকে বাঁচুন” এই শ্লোগান, ডেঙ্গু জ্বরের লক্ষণ,ডেঙ্গু জ্বর হলে করণীয়,ডেঙ্গু প্রতিরোধে করণীয়, আক্রান্ত হলে কখন হাসপাতালে ভর্তি হবেন, কখন বাসায় থাকবেন ইত্যাদি বিস্তারিত তথ্য উপাত্ত সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ্ মিয়া -চেয়ারম্যান উপজেলা পরিষদ ভৈরব ও সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ,ভৈরব উপজেলা শাখা । ডাঃ বুলবুল আহম্মদ-উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ভৈরব উপজেলা স্বাস্থ্য ককমপ্লেক্সের আরএমও ডাঃ কে এন এম জাহাঙ্গীর, জনাব মোঃ আনিসুজ্জামান- সহকারী কমিশনার (ভূমি)। মুক্তিযোদ্ধা মির্জা সুলায়মান-প্যানেল চেয়ারম্যান,জেলা পরিষদ, কিশোরগঞ্জ। মোঃ বাহালুল খান বাহার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ভৈরব থানা। আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির, সভাপতি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ভৈরব, বাকী বিল্লাহ- সভাপতি, পৌর আওয়ামী লীগ। র্যালীটি পৌরসভার সামনে থেকে শুরু করে পুরো বাজার প্রদিক্ষণ করে শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত আলোচনা শেষে কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয়। উপরোক্ত কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন (বিপিসিডিওএ),ভৈরব এর সভাপতি ডাঃ আব্দুল্লাহ আল-মারুফ, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মিজানুর রহমান কবির সহ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন ভৈরব এর সাংগঠনিক সম্পাদক লায়ন মুহাম্মদ কামাল হোসেন।

Leave a Reply