Friday, December 1

কমলনগরে মেছো বাঘের বাচ্চা উদ্ধার

51511_Yousuf-Pic-(1)-31-01-17লক্ষ্মীপুরের কমলনগরে মেছো বাঘের একটি বাচ্চা উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালীয়া এলাকার আবুল খায়ের হাওলাদারের বাড়ি থেকে এলাকাবাসী ওই বাঘের বাচ্চাটি উদ্ধার করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. সেলিম জানান, ওই এলাকার আবুল খায়ের হাওলাদার বাড়ির আবুল খায়েরের লাকড়ি রাখার ঘরে শিশুরা মেছো বাঘের বাচ্ছাটিকে দেখে ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে বাঘটি বাড়ির পাশের একটি ক্ষেতে গেলে এলাকাবাসী চারদিক ঘিরে ফেলে সেটিকে আটক করে। পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আখতারুজ্জামান ঘটনাস্থলে গিয়ে সেটিকে মেছো বাঘের বাচ্চা বলে শনাক্ত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা পুলিশ নিয়ে সেটিকে উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জানান, উদ্ধার হওয়া মেছো বাঘের বাচ্চাটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আখতারুজ্জামান বলেন, অবাধে বন-জঙ্গল উজাড় ও খাদ্য সঙ্কটের কারণে এ মেছো বাঘের বাচ্চাটি লোকালয়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply