Sunday, April 21

ভৈরবে চুরি ছিনতাই রোধে সর্বস্তরের সচেতন জনগনের উদ্যোগে মানববন্ধন

মোঃ সোহানুর রহমান (সোহান) ।।

ভৈরবে চুরি ছিনতাই রোধে সর্বস্তরের সচেতন নাগরিকের উদ্যােগে আজ বেলা ৩টায় ভৈরব রেল স্টেশনে মানববন্ধন ও ঝোঁপ ঝার পরিষ্কার কর্মসূচী পালন করা হয়। উক্ত মানববন্ধনে অংশ নেন সর্বস্তরেরর জনগন ও সচেতন নাগরিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো ‘র নিজস্ব প্রতিবেদক, সুমন মোল্লা, নাট্যকার, সবুজ সারোয়ার, বৈশাখী টেলিভিশন ও কালের কন্ঠ পত্রিকার ভৈরব প্রতিনিধি, আদিল উদ্দিন আহমেদ, এডভোকেট কাজল দেবনাথ,দৈনিক মানব কন্ঠ পত্রিকার ভৈরব প্রতিনিধি ও ভৈরব পৌর সভার লাইসেন্স ইন্সপেক্টর আখতারুজ্জামান, সমাজকর্মী মাকসুদুর রহমান সাগর ও সমাজকর্মী জাকির হোসেন, যৌতুকবিরুধী আন্দোলনের প্রতিষ্ঠাতা জুম্মা খান নিয়াজী,ভৈরব রিক্সসা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ফয়েজ উল্লাহ এবং ভৈরবের জনপ্রিয় তরুণ লেখক,মোঃ সোহানুর রহমান (সোহান) ভৈরব বন্ধু সভার সভাপতি, আসাদুজ্জামান সোহেল প্রমূখ।

এসময় ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফেরদাউস আহম্মেদ বিশ্বাস বলেন আমি এ থানার নতুন যোগদান করেছি চুরি ছিনতাই রোধে ইতিমধ্যে আমরা কিছু করণীয় পদক্ষেপ গ্রহণ করেছি আপনাদের ভৈরব বাসীর সহযোগীতা পেলে এ বিষয়ে আরো এগিয়ে নিতে পারবো।

Leave a Reply