অস্ট্রিয়ায় নিষিদ্ধ হচ্ছে বোরকা, নেকাব। আদালত, বিদ্যালয়সহ অন্যান্য উন্মুক্ত স্থানে পুরো মুখ নেকাবে ঢেকে রাখার ইসলামিক নীতি নিষিদ্ধ করার পরিকল্পনা করছে দেশটির সরকার। এই নিষেধাজ্ঞা মূলত বোরকা, নেকাব এবং মুসলিম নারীদের পর্দা হিসেবে ব্যবহৃত পোশাকের উপর আরোপ করা হবে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে, দেশটিতে উগ্র ডানপন্থি ফ্রিডম পার্টির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাদের এই উত্থানকে থামিয়ে দেয়ার জন্য এমন এক গাদা সংস্কারমুলক প্যাকেট হাতে নিয়েছে ক্ষমতাসীন জোট। গত কয়েক মাস ধরে ফ্রিডম পার্টি মতামত জরিপেও শীর্ষে অবস্থান করছে। তাদেরকে থামিয়ে দিতে যে পরিকল্পনা হাতে নেয়া হয়েছে তাতে বলা হয়েছে, আমরা একটি মুক্ত সমাজে বিশ্বাস করি। যে সমাজ একটি উন্মুক্ত সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। জনসমুক্ষে পুরো শরীর কাপড়ে ঢেকে রাখা এই নীতির বিরোধী। তাই এ ধরনের পোশাক নিষিদ্ধ হচ্ছে। পুলিশ কর্মকর্তা, বিচারক, ম্যাজিস্ট্রেট ও পাবলিক প্রসিকিউটরদেরকেও মাথায় স্কার্ফ পরা নিষিদ্ধ করতে একমত হয়েছে দেশটির ক্ষমতাসীন জোট। বলা হয়েছে রাষ্ট্রের আদর্শ ও ধর্মীয় নিরপেক্ষতার স্বার্থে এটা করা হয়েছে।
ছয় বছর আগে ফ্রান্সের পার্লামেন্ট এমন নিষেধাজ্ঞা আরোপ করে। যার ফলে, ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে ফ্রান্সই জনসম্মুখে নেকাব ও বোরখা নিষিদ্ধ করে। ফ্রান্সের দৃষ্টান্ত অনুসরণ করে বেলজিয়াম ও সুইজারল্যান্ডের কিছু জায়গায়ও প্রায় একই রকম নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বর্তমানে ইউরোপের অন্যান্য দেশগুলিতেও এধরণের নিষেধাজ্ঞা আরোপের চিন্তা চলছে।