Breaking News
Home / লাইফস্টাইল / আজ তরুণ লেখক সোহানুর রহমান (সোহান) এর শুভ ভূমিষ্ট ডে

আজ তরুণ লেখক সোহানুর রহমান (সোহান) এর শুভ ভূমিষ্ট ডে


দোলন আক্তার সাধনা ভৈরব প্রতিনিধি।।


আজ ১০ই নভেম্বর ভৈরবের কৃতি সন্তান তরুণ লেখক সোহানুর রহমান (সোহান) এর ১৭তম শুভ জন্ম শুভ ভূমিষ্ট ডে সে ২০০০সালের আজকের এই দিনে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার জমির উদ্দীন মুন্সির বাড়ীর সাংবাদিক ও রাজনীতিবিদ এম আর সোহেল ও রুমানা দম্পতি ঘরে এক মুসলিম সম্ভান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। সে ভৈরব আদর্শ সরকারী প্রথমিক বিদ্যালয় থেকে প্রথমিক শিক্ষা জীবন শেষ করে।ভৈরবের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারী কে.বি. পাইলট মডেল হাই স্কুল থেকে এস এস সি পাশ করে। বর্তমানে ভৈরবের প্রাচীন বিদ্যাপীঠ হাজী আসমত কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে অধ্যায়ন রয়েছেন। সোহানুর রহমান (সোহান) ভৈরবের একজন উদ্দীয়মান জন প্রিয় জনপ্রিয় তরুণ লেখক, সে যখন ক্লাস ফাইভে পরে তখন থেকে লেখা লিখির জগতে তার আত্মপ্রকাশ করেন। বর্তমানে সুনামের সাথে তার লেখা কবিতা ও কলাম বিভিন্ন দৈনিক ও সপ্তাহিক পত্রিকা গুলোতে প্রকাশিত হচ্ছে সে হাজী আসমত কলেজ শাখা ছাত্রলীগের মানবিক বিভাগের (ক্লাস কমিটির) সিনি:সহ-সভাপতি ও দৈনিক গৃহকোণ পত্রিকার ফটো সাংবাদিক, নাট্য শিল্পী এবং ভৈরব অনলাইন নিউজ ক্লাবের কার্যকরী সদস্য ও নায়া আলো ডটকম এর স্টাফ রিপোর্টার।সোহানুর রহমান (সোহান) এর বাবা বাংলা টিভি ভৈরব প্রতিনিধি পৌর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক এম.আর.সোহেল ও মাতা রুমানা আক্তার এর একমাত্র ছেলে। তার দাদা ৩নং সেক্টরের গ্রুপ কমান্ড বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ছিদ্দিকুর রহমান (সেন) দৌহিত্র ও এসপি আপেল মাহমুদ এর ভাতিজা তরুণ লেখক সোহানুর রহমানের আজ শুভ জন্ম দিন ১৬বছর পেরিয়ে এখন সে ১৭ তার পর্দাপন।

আজ জন্ম দিনে তার এই নিয়ে তার কাছে একটি অনলাইন পত্রিকা নায়া আলো জানতে চাইলে বলেন, আমি সর্ব প্রথম কৃতজ্ঞতা জানাই আমার জন্মদাতা পিতা -মাতা কে যাদের জন্য আমি এ পৃথিবীর মুখ দেখতে পেয়েছি। জন্ম দিনটা আনন্দের হলে ও জন্ম দিন মানে জীবন থেকে একটি বছর হারিয়ে যাওয়া। এর পর তিনি আরো বলেন আমি গর্বিত আমি একজন স্বাধীনদেশের নাগরিক এবং বাঙালী বলে। আমার দাদা একজন একাত্তরের বীর সেনানী এই তরুণ লেখকের প্রিয় রংহলুদ ও সবুজ পছন্দের খাবার মাছ ও পোলাও দূরান্ত গতিতে ছুটে চলা এই লেখকের। তরুণ লেখক সোহানুর রহমান সোহান যিনি সব সময় গরীব দুঃখীর জন্য কাজ করে যাচ্ছে, তার শুভ জন্ম দিন উপলক্ষে সে সবার কাছে তার জন্য দোয়া চেয়েছেন।

About News Desk

Leave a Reply