Friday, April 19

ভৈরবে সিটি রেসিডেন্সিয়াল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ

আশরাফুল আলম ||
ভৈরব পৌর শহরের নিউটাউন এলাকায় অবস্থিত অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত ভৈরব সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৯ ডিসেম্বর রোববার স্থানীয় ভেনিস বাংলা কমিউনিটি এন্ড পার্টি সেন্টারে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সেন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটি সাধারণ সম্পাদক ও ভৈরব অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মো.আলাল উদ্দিন, ভৈরব পৌর আওয়ামী লীগ শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক একেএম নাজমুল হক, প্রভাষক ইমরান হোসাইন, সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের নির্বাহী পরিচালক জয়িতা পদকে ভূষিত মাহবুবা ইসলাম, সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক ব্রুনাই প্রবাসী মো. এমাদ মিয়া, পরিচালক মো. শহীদুল্লাহ, অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, সমাজকর্মী রিয়াজুল ইসলাম, শহীদ আইভি রহমান স্মৃতি সংসদ কেন্দ্রীয় পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক জেসমিন ইসলাম,অনন্যা সোহেলী ও ভৈরব অনলাইন নিউজ এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ব্যাজ পরিধান ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিশিষ্ট সংগীত শিল্পী সোহরাব হোসেন বিজু ও মাসুদুর রহমান লিটন মোল্লা গান পরিবেশন করে শ্রোতাদের মনজয় করে নেন। শেষে উত্তীর্ণ শতাধিক শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও ফলাফল সীট তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে অভিভাবক, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক পরিবেশনায় হারানো দিনের গানে উপস্থিত সকলকে মুগ্ধ করে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের শিক্ষক জুলেখা জামান জলি।

Leave a Reply