Thursday, March 28

সর্বদা নিজ এলাকার সেবায় নিয়োজিত কমিশনার নিয়াজ

আশরাফুল আলম |

সর্বদা নিজেকে মানুষের সেবায় নিয়োজিত রাখতে পছন্দ করেন কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার ৮নং ওয়ার্ড কমিশনার হাবিবুল্লাহ নিয়াজ। তিনি অল্প বয়সেই ভৈরব পৌরবাসীর মন জয় করে নেন। যার ফল স্বরুপ নিজের ৮নং ওয়ার্ড থেকে জনগণের ভালবাসায় বিশাল ভোটে জয় লাভ করেই তিনি তার এলাকার উন্নয়নে মনোনিবেশ করেন। তিনি প্রতিনিয়ত এলাকার সামাজিক, সাংগঠনিক, সাংস্কৃতিক, পরিস্কার পরিচ্ছন্নতা ইত্যাদি অভিযানে অংশ নেন। তিনি নিজ দায়িত্বে মানুষের পাশে এসে দাঁড়ান। তিনি মনে করেন মানুষের ভালবাসার প্রতিদান দিতে গেলে দেশ সেবায় এবং জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে সব সময়। বুধবার ৮নং ওয়ার্ডের ভৈরবপুর উত্তর পাড়ার বঙ্গবন্ধু স্বরণির রাস্তায় নদী বাংলা সেন্টার পয়েন্টের সামনেই দেখা মিললো কমিশনার হাবিবুল্লাহ নিয়াজের। তিনি আসন্ন বর্ষাকালের কথা চিন্তা করে জনগণের সুবিধার কথা মাথায় রেখে এখন থেকেই বৃষ্টির পানি যেন জমে না থাকে সেজন্য ড্রেনেজ ব্যবস্থার পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শুরু দিয়েছেন। এ বিষয়ে ভৈরব পৌরসভার ৮নং ওয়ার্ড কমিশনার নিয়াজ বলেন- আমরা যদি এখন থেকেই বর্ষাকালের ব্যাপারে সচেতন না হই, তাহলে বর্ষাকাল আসলে এই রাস্তায় পানি জমাট বাঁধে। এতে সাধারণ জনগণের জলাবদ্ধতার জন্য যাতায়াত ও চলাচলের অসুবিধা হয়। তাই বর্ষাকাল আসার অনেক দেরি থাকলেও এখন থেকেই এ নিয়ে কাজ শুরু করে দিয়েছি যেন তা বর্ষাকালের আগেই এর পরিস্কার পরিচ্ছন্নতায় জলাবদ্ধতার সৃষ্টি যেন না হয়। হাবিবুল্লাহ নিয়াজ তিনি অল্প বয়সে কমিশনার হয়ে যেমন আলোড়ন তুলে ছিলেন ভৈরবের মাটিতে, তেমনি নিজেকে এলাকার মানুষের সেবায় নিয়োজিত রেখে সর্বদায় আলোচনায় থাকেন। এমন ইতিবাচক আলোচনা যে কোন জনপ্রতিনিধির জন্য আশীর্বাদ স্বরুপ।

Leave a Reply